ad
ad

Breaking News

Saithiya

লাগাতার বৃষ্টির ফলে সাঁইথিয়ার ফেরিঘাট জলের তলায়, বন্ধ যোগাযোগ ব্যবস্থা

বৃহস্পতিবার থেকে লাগাতার রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের  বিভিন্ন জেলায়। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বীরভূমের যত ডিগ্রী রয়েছে জলস্তর বাড়তে শুরু করেছে

Due to incessant rains, the ferry ghat at Saithiya is under water, the communication system is closed

নিজস্ব

 Bangla Jago Desk,বীরভূম,পার্থ দাস: বৃহস্পতিবার থেকে লাগাতার রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের  বিভিন্ন জেলায়। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বীরভূমের যত ডিগ্রী রয়েছে জলস্তর বাড়তে শুরু করেছে এর ফলে সিউড়ির তিলপাড়া ব্যারেজে সকাল থেকেই তারা হয়েছে জল। এর ফলে জলের তলায় সাঁইথিয়ার ফেরিঘাট অপরদিকে দুটো ব্রিজের কাজ চলার জন্য বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা একমাত্র উপায় ছিল সাঁইথিয়ার এই ফেরিঘাট।  সেই ফেরিঘাটেও শনিবার থেকে জলের তলায় বেলা বাড়তি জল বাড়ছে তত ভয়ানক রূপ নিচ্ছে ফেরিঘাট এর ফলে নদীর ওপারের লোকের এবং রেফারেল লোকের যথাযথ বন্ধ হয়ে গেছে।

[ আরও পড়ুন : Madhya Pradesh: মোবাইল-টিভি দেখতে বাধা দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করল সন্তানরা

ঘুর পথে যেতে হচ্ছে সাঁইথিয়ার । অপরপ্রান্তের মানুষদের প্রায় এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একবারে সাঁইথিয়া সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বহরমপুর রামপুরহাট মল্লারপুর মোহাম্মদ বাজার কোটাসুর সহ একাধিক জায়গার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।  চরম বিপাকে পড়েছে সাঁইথিয়ার বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা । সাঁইথিয়ার মানুষ একদিকে চলছে দুটো ব্রিজের কাজ অপরদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার মানুষ থেকে শুরু করে সাঁইথিয়া সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।

অপরদিকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত জল কমলেই সেই ফেরিঘাটের রাস্তা মেরামতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। অপরদিকে যে ব্রিজের কাজ চলছে সেই ব্রিজের কাজের খুব দ্রুত ভাবে চলছে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে দু চাকা এবং চার চাকার ছোট গাড়ি যাওয়া যায় তার জন্যই আমরা কিছুদিনের মধ্যে খুলে দেবো এই রাস্তা তবে এখন যোগাযোগব্যবস্থা সাইথিয়ার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে।