চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক টোটো চালকের। গুরুতর আহত টোটোর দুই যাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১নং ব্লকের সামসী ঘাসিরাম মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন একটি টোটো সামসী ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ওই সময় সামসী ৪২০ মোড় থেকে ঘাসিরাম মোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। কিন্তু ঘাসিরাম মোড়ের কাছে আসতেই বেপরোয়া ট্রাক্টর চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টোটো চালক ট্রাক্টরের চাকার নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এই ঘটনায় গুরুতর আহত হন টোটোর দুই যাত্রী।
স্থানীয়রা আহত দুই যাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে পাঠান। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম ইশা আলি, বয়স ৫০ বছর। বাড়ি রতুয়া-২নং ব্লকের কুমারগঞ্জ এলাকায়। আহত দুই যাত্রীর মধ্যে একজনের নাম লক্ষ্মী মাঝি, বয়স ৪০ বছর। বাড়ি সামসীর কান্ডারণ এলাকায় এবং অপরজনের নাম জাক্কার হোসেন, বয়স ৫০ বছর। বাড়ি রাতুয়া-২নং ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃত টোটো চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘাতক ট্রাক্টর সহ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে।