গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভাঙে! তাই সবুজ ফলের বাগানেও রাজনীতির বুলি দিলীপের কণ্ঠে(Dilip Ghosh)। একটি ড্রাগন ফল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতেই বললেন, ‘২১ তারিখ নতুন চমক আসবে এবং সারা বাংলা দেখবে। দাবি করতে অসুবিধা কী। স্বপ্ন দেখুক সবাই।’ বাগানের মধ্যে দিলীপের রাজনৈতিক চর্চা নিয়ে আলোচনা তুঙ্গে।
[আরও পড়ুন: Dilip-Samik: দিলীপের মন কি এখন তৃণমূলের দিকে? কী বললেন বিজেপির রাজ্য সভাপতি]
রবিবার নিজের বাগানে ড্রাগন গাছের পরিচর্যায় ব্যস্ত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।পরীক্ষামূলক ভাবে ড্রাগন ফলের চাষ করছেন খড়গপুরে। মাঝে মধ্যে এক আধটা গাছের সামনে গিয়ে ফলগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, পাকতে আরম্ভ করেছে(Dilip Ghosh)। রাজনীতির বাগান’-এ দিলীপকে নিয়ে অনেক কিছুই পাকতে শুরু করেছে। সে কথা হয়তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিরও অজানা নয়।
লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/
দোরগোড়ায় ২১ জুলাই, শহিদ দিবসের দিনে বরাবর দলকে বিশেষ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এ বারের ২১ জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের(Dilip Ghosh)। কানাঘুষো, এক রাজনৈতিক হেভিওয়েটের যোগদান নিয়েও।যদিও দলের একটা বড় অংশ বলছেন, ‘দিলীপ কোনওদিনই ঘাসফুলে পা বাড়াবেন না।’ যদিও দিলীপ ঘনিষ্ঠ অনেকে মানছেন, ‘২১ তারিখ একটা চমক সত্যিই রয়েছে। সেটা কী তা এখনও পরিষ্কার করা সম্ভব নয়।’ একটি সূত্রে জানা গিয়েছে, তিনি খড়গপুরেই থাকবেন। সেখান থেকেই কোনও বিশেষ বার্তা বা চমক দিতে পারেন দিলীপ।