চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: আজকে নববর্ষের প্রথম দিন থেকেই পূর্ব বর্ধমান শহরের তথা জেলার অন্যতম প্রাচীন ও বড় মন্দির মা সর্বমঙ্গলা মন্দির ভক্তদের ভিড়। সেই মন্দিরে মঙ্গলবার সকাল থেকেই লম্বা লাইন ভক্তদের। অন্যদিকে লক্ষ্মী গনেশ আর হালখাতা নিয়েও পুজো করাতে ব্যস্ত ব্যবসায়ীরা।
বাংলার পঞ্জিকা অনুযায়ী ১৪৩১ সন কাটিয়ে আমরা আজ থেকে পা দিলাম ১৪৩২ সনে। আজ বাংলার বাঙ্গালীদের শুভ নববর্ষ। শহরের বিভিন্ন প্রান্তে মন্দির গুলিতে আজ ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। বছরভর মায়ের এই পবিত্র স্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরো কয়েকগুণ বেড়ে যায়। এ বছরও তার অন্যথা হলো না।
পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় অধীন অসংখ্য মানুষ এসে হাজির হন এই সর্বমঙ্গলা মন্দিরে এবং পুজো দেন। মন্দিরে চারিদিকের পরিস্থিতির সামাল দিতে এবং নিয়ন্ত্রণ রাখতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী। একদিকে ব্যবসায়ীদের হালখাতা অন্যদিকে মিষ্টি মুখ, সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা নববর্ষের প্রথম সকালে বাড়ছে ভিড়।
ভক্তরা জানান, বছরের প্রথম দিনটা তাদের এখানে কাটাতে ভালো লাগে। এমনটাই মনে করেন ভক্তরা। এই টানেই পহেলা বৈশাখে মা সারামঙ্গলা মন্দিরে শরণাপন্ন হন ভক্তরা। মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি নববর্ষকে স্বাগত জানিয়ে আজ সারাদিনব্যাপী বাংলা জুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নানান জায়গায়।