ad
ad

Breaking News

Doors

চড়কের মেলায় দড়ি ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা! আহত এক ব্যক্তি

চড়ক চলাকালীন ঘটে গেল বিপত্তি।

Devotees throng temples in Birbhum's Siuri on the first day of the New Year

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চড়ক চলাকালীন ঘটে গেল বিপত্তি। চড়কের দড়ি ছিঁড়ে পড়ে গেলেন একজন। ডুয়ার্সের বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকার ঘটনা। ঘটনায় আহত এক।

নববর্ষের আগের রাতে চরম বিপত্তি। চড়কের দড়ি ছিঁড়ে পড়ে গেলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকায় জানা গিয়েছে, গতকাল বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকায়। চড়ক পূজা ও মেলার আয়োজন করা হয়। চড়ক পূজা ও মেলায় প্রচুর লোকের সমাগম হয়।  

রীতিনীতি অনুযায়ী চড়ক পূজার পর চড়ক ঘোরানো চলছিলো। সেসময় দড়ি ছিঁড়ে পড়ে যান একজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর আহত ব্যাক্তিকে নিয়ে যাওয়া হয় বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাংলা বর্ষ শেষের উৎসবে এইরকম দুর্ঘটনা ব্যাথিত করেছে সকলকে।