ad
ad

Breaking News

Uttar Dinajpur

নববর্ষে বয়রা কালী মন্দিরে ভক্তদের ঢল, পুজোতে গা ভাসলেন হাজারো মানুষ

মন্দির কমিটির পক্ষ থেকে বয়রা কালী মন্দিরকে নববর্ষ উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে। ভক্তদের যাতে রোদের সমস্যা না হয়, সেই কারণে মন্দির চত্বরে ও সংলগ্ন রাস্তায় প্যান্ডেল করে ছাউনি দেওয়া হয়েছে।

Devotees throng Boyara Kali Temple on New Year's Eve, thousands attend puja

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বাংলা নববর্ষ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয় ভক্তদের ঢল। পয়লা বৈশাখে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই প্রাচীন কালী মন্দিরে। 

প্রতি বছরের মতো এবারও ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বড় অংশ সিদ্ধিদাতা গণেশের পুজার পূর্বে বয়রা কালী মন্দিরে গিয়ে পুজা দেন। কেউ কেউ আবার লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে এসে পুজা দেন মায়ের চরণে। সকাল থেকে যত সময় এগিয়েছে, ভক্তদের উপস্থিতি ততই বেড়েছে। শুধু কালিয়াগঞ্জ নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসেন এই দিন মন্দিরে পুজা দিতে।

[আরও পড়ুন: পূর্ব বর্ধমান জেলায় নববর্ষ উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়]

মন্দির কমিটির পক্ষ থেকে বয়রা কালী মন্দিরকে নববর্ষ উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে। ভক্তদের যাতে রোদের সমস্যা না হয়, সেই কারণে মন্দির চত্বরে ও সংলগ্ন রাস্তায় প্যান্ডেল করে ছাউনি দেওয়া হয়েছে।

যেহেতু মন্দিরটি রাজ্য সড়কের পাশে অবস্থিত, তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বয়রা কালী মন্দিরে এমন ভক্তসমাগম ও উৎসবের আবহ ঘিরে নববর্ষের দিনটি হয়ে উঠল এক ঐতিহ্যবাহী ও আবেগঘন মিলনমেলা।