নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বাগডোগরার পানিঘাটা রোডে মঙ্গলবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত এই এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে হঠাৎ করেই আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত দমকল বিভাগে খবর দেন। কিন্তু তার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই গোটা দোকানটিকে গ্রাস করে ফেলে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে শিলিগুড়ি ও নকশালবাড়ি থেকে একাধিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এছাড়াও, সেনা বাহিনীর একটি দমকল ইঞ্জিনও সাহায্যের হাত বাড়ায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। দোকানের মালিক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, দমকল বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।