চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: শিশু মেলার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে লঙ্কাকাণ্ড বাঁধল ঘাটালে। দেবের সংমর্থক আর অন্যদিকে শঙ্কর দলুইয়ের সমর্থকরা ধুন্ধুমার বাঁধাল। হাতাহাতি-রক্তারক্তিতে উত্তাল পঃমেদিনীপুরের অন্যতম শহর।
ভণ্ডুল শিশু মেলায় দেব-শঙ্করের সমর্থকদের হাতাহাতি!#BanglaJagoTV pic.twitter.com/tyHvPN62mS
— Bangla Jago Tv (@BanglaJagotv) November 24, 2024
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ঘাটাল শিশুমেলা কমিটি গড়ার উদ্যোগ নেন। তাতে আপত্তি তোলে দীপক অধিকারীর দলবল। ক্ষমতার স্পর্ধা দেখে দুই গোষ্ঠী বিবাদে জড়ায়।
রবিবার ছুটির দিনে শিশু মেলার কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়। সেই বৈঠকে সাংসদ দীপক অধিকারী বা দেবের হাজির থাকার কথা থাকে।
সেইমতো ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে দুই পক্ষেরই জমায়েত ছিল। দুপুর ১টা নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছান সাংসদ দীপক অধিকারী। তারপরই শুরু হয়ে যায় দেবকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা চরমে পৌঁছায়।
অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে চলে যান সাংসদ দীপক অধিকারী। তার মধ্যেই শঙ্কর দলুই অনুগামীরা দীপক অধিকারী অনুগামীদের সঙ্গে হাতাহাতিতে মেতে ওঠেন। শুরু হয় তুমুল উত্তেজনা। ঠেলাঠেলি, মারপিট, মারের চোটে মাথা ফাটে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকদের। দুই পক্ষের অনেকেই আহত হয়। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম সহ ঘাটাল কুশপাতা এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। পুলিশ কোনওমতে পরিস্থিতি সামলায়।