ad
ad

Breaking News

Dettol Poisoning in Chakdaha

Dettol Poisoning in Chakdaha: ডেটল গিলে অসুস্থ বৃদ্ধ, বমির গন্ধেই প্রকাশ পেল সত্য

৬০ বছরের বৃদ্ধ নির্মল সরদার অসাবধানতাবশত মদ ভেবে খেয়ে ফেললেন জীবাণুনাশক তরল ডেটল।

Dettol Poisoning in Chakdaha: Elderly Man Mistakes Disinfectant

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল নদীয়ার চাকদাহ থানার এনায়েতপুর গ্রাম। একটি পারিবারিক অনুষ্ঠানের মাঝে ঘটে গেল এক মর্মান্তিক ভুল। ৬০ বছরের বৃদ্ধ নির্মল সরদার অসাবধানতাবশত মদ ভেবে খেয়ে ফেললেন জীবাণুনাশক তরল ডেটল। জানা যায়, বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সকাল থেকেই ওই বৃদ্ধ নির্মল সরদার মদ্যপান করেছিলেন, নেশা কিছুটা কেটে গেলে ঠিক তখনই নির্মলবাবু সম্ভবত মদ খুঁজছিলেন এবং অসাবধানতাবশত ঘরে রাখা ডেটলের বোতল থেকে পান করে ফেলেন কিছুটা তরল (Dettol Poisoning in Chakdaha)।

আরও পড়ুন: Harishchandrapur: এলাকা দেখে এলেন বিডিও, এবার শুরু হবে সংস্কার

ঘটনার পরপরই তিনি অসুস্থ বোধ করেন এবং বমি করতে শুরু করেন। বমির গন্ধে টের পান ডেটল খেয়ে ফেলেছেন তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার অবস্থা স্থিতিশীল ,হলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখন কিছুটা হলেও সুস্থ আছেন। চিকিৎসকদের মতে, ডেটল সেবন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে কেমিক্যাল থাকে যা হজমপ্রণালীর মারাত্মক ক্ষতি করতে পারে। নির্মলবাবুর দ্রুত চিকিৎসা পাওয়ায় আপাতত বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে (Dettol Poisoning in Chakdaha)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

স্থানীয়রা বলছেন, “বাড়িতে যেকোনো রাসায়নিক দ্রব্যের বোতল যেন স্পষ্টভাবে চিহ্নিত থাকে এবং শিশু বা প্রবীণদের নাগালের বাইরে রাখা হয়, তা নিশ্চিত করতে হবে, না হলে ওই বৃদ্ধর মতন আবারো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেকোন মানুষের।