চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জলপাইগুড়ির ডুয়ার্স এলাকার মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকায় বুধবার সকালে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যখন স্থানীয়রা একটি ফাঁকা জমিতে একটি মৃত হরিণের দেহ দেখতে পান। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই বহু মানুষ ভিড় জমান ওই স্থানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছিল। এরপর এলাকার কিছু কুকুর হরিণটিকে ধাওয়া করে এবং কুকুরদের আক্রমণে হরিণটির মৃত্যু হয়েছে বলেই অনুমান বাসিন্দাদের।
ঘটনার খবর জানানো হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে হরিণের মৃতদেহ উদ্ধার করেন এবং নিয়ে যান। যদিও স্থানীয়রা হরিণের মৃত্যুর জন্য কুকুরের আক্রমণকে দায়ী করছেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।
এলাকাবাসীর মতে, মাথাচুলকা এলাকার সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকেই হরিণটি লোকালয়ে চলে আসে। বনজ প্রাণী লোকালয়ে প্রবেশ করে প্রাণ হারানোয় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা ও স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।