Bangla Jago TV Desk : পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ হয়েছে। এবার রাস্তা নির্মাণে আরও বড় প্রকল্প হাতে নিল নবান্ন। একসঙ্গে ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতের কাজ শুরু হতে চলেছে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছিলেন। বিভিন্ন জেলা থেকে খারাপ রাস্তার অসংখ্য অভিযোগ জমা পড়েছিল।
সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনে অভিযোগ জানানোর প্রেক্ষিতেই এই নতুন রাস্তা নির্মাণ ও মেরামতের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দফতরের কাঁধে এই কাজের দায়িত্ব পড়েছে। নবান্ন সূত্রে খবর এই প্রকল্পে ৪ হাজার কোটি টাকা খরচ করা হবে। চলতি আর্থিক বছরে এই প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণে সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে রাজ্য। রাস্তা নির্মাণে নয়া নজির তৈরি হবে। লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্রই। পঞ্চায়েত দত্তর সূত্রে জানা গিয়েছে এই রাস্তা নির্মাণের কাজে নামানো হবে ১০০ দিনের কাজের শ্রমিকদেরও।
বহু আন্দোলনের পরও ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসব শ্রমিকদের বিকল্প কাজের আশ্বাস দিয়েছিলেন। একশ দিনের শ্রমিকদের এই প্রকল্পে মাধ্যমে কাজ দিতে চলেছে রাজ্য। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে ফোন করে বেহাল রাস্তা সারাইয়ের কাজ বা নতুন রাস্তা অনুমোদন হওয়ায় খুশি আবেদনকারীরা। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের হাত ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ – বিভিন্ন জেলায় নির্মাণ হতে চলেছে নতুন রাস্তা। মেরামত হতে চলেছে বেহাল রাস্তা। এই প্রকল্পের ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। মানুষের চলাচল সহজ হবে। পণ্য পরিবহনও সহজ হবে।
FREE ACCESS