ad
ad

Breaking News

Nadia

মেয়ের বমি পরিষ্কার করানো হল বাবাকে দিয়ে! নদিয়ার হাসপাতালে উত্তেজনা

এই ঘটনার পর সরকারি হাসপাতালের পরিষেবা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

Daughters' vomit was cleaned by fathers! Tension at Nadia hospital

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক রোগীর পরিবারকে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে হলো। অভিযোগ, পাঁচ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আসা এক বাবাকে জোর করে হাসপাতালের মেঝে পরিষ্কার করতে বাধ্য করা হয়েছে। 

বুধবার গভীর রাতে সমীর শীল তাঁর অসুস্থ মেয়েকে নিয়ে শান্তিপুর হাসপাতালের জরুরি বিভাগে যান। চিকিৎসকের সামনে পৌঁছানোর আগেই অসুস্থতার কারণে মেয়েটি বমি করে ফেলে। অভিযোগ, তখন দায়িত্বে থাকা চিকিৎসক তন্ময় সরকার বলেন, “এখানে কোনো সাফাইকর্মী নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে।”

সমীর শীল বাধ্য হয়ে মেঝে পরিষ্কার করেন। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, যেখানে চিকিৎসককে বলতে শোনা যায়, “আপনি ট্রেনে বা বাসে গেলে কি পরিষ্কার করেন না?”

এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সমীর শীলের অভিযোগ, হাসপাতালে তাঁকে অসম্মানজনক পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে। তিনি লিখিত অভিযোগ জমা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দেয়।

হাসপাতাল সুপার তারক বর্মণ বলেন, “এই ঘটনা সত্যি হয়ে থাকলে খুবই দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার দাবি করেন, “রোগীর বাবা নিজেই পরিষ্কার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি তাঁকে কোনোভাবে বাধ্য করিনি।”

এই ঘটনার পর সরকারি হাসপাতালের পরিষেবা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসা নিতে এসে রোগীর পরিজনদের এমন অপমানের শিকার হওয়া কি স্বাভাবিক? এ নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে।