ad
ad

Breaking News

East Burdwan

কাউন্সিলরকে মারধর ও খুনের হুমকি, গ্রেফতার ২

পরবর্তীতে পুলিশ অভিযুক্ত সেই দুই যুবককে গ্রেফতার করে। এরপর সোমবার সকালে নির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

Councilor beaten and threatened to kill, 2 arrested

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে রাস্তার মধ্যে মারধর এবং খুনের হুমকি। সেই অভিযোগে গ্রেফতার দুই যুবক।

সূত্রের খবর, বারবার কাউন্সিলর সেই দুই যুবককে পার্টির সমস্ত কাজে ব্যবহার করত। তারা  সঙ্গে থেকে কাজ করত কিন্তু কোন সুযোগ সুবিধা তাদেরকে পাইয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ।

তাই তারা রাস্তায় কাউন্সিলরকে মারধর করে। সেই কারণে বর্ধমান পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনতেকাব আলম এ বিষয়ে বর্ধমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত]

তার দাবি, ১৬ তারিখ সকাল ৯টা নাগাদ তিনি তার ওয়ার্ডের ভেরি খানা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুই যুবক মদ্যপ অবস্থায় তার ওপর হামলা চালায়। শুধু তাই নয়, তাকে রাস্তায় ফেলে মারধর করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই নিয়ে ওই কাউন্সিলর বর্ধমান থানায় অভিযোগ জানান। অভিযোগ শুনে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে অভিযুক্ত যুবকরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরবর্তীতে পুলিশ অভিযুক্ত সেই দুই যুবককে গ্রেফতার করে। এরপর সোমবার সকালে নির্দিষ্ট মামলা রুজু করে তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। যদিও এই বিষয়ে কাউন্সিলর এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বহুবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি।