ad
ad

Breaking News

Mamata Banerjee

কংগ্রেস-সিপিএম বিজেপি করে, ওঁদের ভোট দেবেন না, আবেদন মমতার

বিরোধীদের বিজেপি বন্ধু দৃষ্টিভঙ্গি বুঝে নিয়ে তাঁদের ভোট না দেওয়ার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Congress-CPM does BJP, don't vote for them, Mamata pleads

Bangla Jago Desk : জাতীয় স্তরের সঙ্গে বাংলার ভোটের পরিস্থিতি আলাদা। সারা দেশে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে রয়েছে। অথচ কংগ্রেস সিপিএম, এই রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিতে ভোট ভাগ করে দিতে চাইছে। বিরোধীদের এই বিজেপি বন্ধু দৃষ্টিভঙ্গি বুঝে নিয়ে তাঁদের ভোট না দেওয়ার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভা করেন তিনি। দলীয় প্রার্থী আবু তাহের, ইউসুফ পাঠানের সমর্থনে সভা করেন তিনি। সংখ্যালঘু ভোটারদের কাছে আবেদন করেন, কংগ্রেস-সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির বাড়তি সুবিধা করে দেওয়া। তাই ধর্মনিরপেক্ষ শিবিরের শক্তি বাড়াতে সিপিএম-কংগ্রেসকে ভোট না দিয়ে বিশ্বাসযোগ্য তৃণমূলকে বেছে নেওয়ার জন্য বারবার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।