Bangla Jago Desk: আপনার এলাকায় কোনও জলের অপচয় হলে আপনি এখন থেকে অভিযোগ জানাতে পারবেন।তারজন্য কারুর বিরাগভাজন হতে হবে না।কারণ আপনার জানানো অভিযোগ কেউ জানতেই পারবে না। একমাত্র জানতে পারবে প্রশাসন। এখন থেকে সরাসরি অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে। তারজন্য দুটি নির্দিষ্ট নম্বরও দেওয়া হয়েছে। বিধানসভায় এই জল বাঁচানোর ডিজিটাল দাওয়াইয়ের কথা তুলে ধরেছেন মন্ত্রী পুলক রায়। প্রশাসানের কথামতো কাজ চলছে অপচয় রোখার।
জল আপনার –আমার প্রয়োজন। অথচ আমরাই সেই জল দিব্যি নষ্ট করি।ভাবি না আগামীদিন কি হবে ? কি হবে এরপর মানুষ জল পাবে কিনা ? সরকার যে টাকা ব্যয় করে সবার ঘরে পানীয় জল পৌঁছে দিতে চাইছে,সেই টাকা জলে চলে যাতে না যায়,সেজন্য প্রশাসন চোখ-কান খোলা রেখে নজরদারি করছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে স্পষ্ট করেন,কোটি কোটি টাকা ব্যয় করে যে জল সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে,তা কখনই ফেলে ছড়িয়ে নষ্ট করা যাবে না। কাজে লাগানো যাবে না কোনও কায়েমী চক্রের বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থপূরণের জন্য। সরকারের টাকা কখনই যে গৌরীসেনের টাকা নয়। সেই টাকা যে আমাদের করের টাকা।
কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও রাজ্য সরকার যে কাজ করছে তা ব্যাহত করার ঘটনা মানুষ যে মানবে না তাও বুঝিয়ে দেন প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন সবস্তরের মানুষের কাছে প্রচার গড়ে তুলছে,আর নয় অপচয়।প্রয়োজন ছাড়া জল খরচ করবেন না।বাংলার মানুষকে দায়িত্বশীল হওয়ার সহজপাঠ দিচ্ছেন প্রশাসনের কর্তারা। এই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যেতে পারে। পানীয় জলের অপচয় রুখতে জনস্বার্থ কারিগরি দফতরের এই ডিজিটাল দাওয়াইয়ের কথা রাজ্য বিধানসভার অধিবেশনে তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পুলক রায়।
জল প্রকল্পে পানীয় জল অপচয় ও জল ‘চুরি’ রুখতে সক্রিয় প্রশাসন। বাংলা জাগোই, বাংলার সম্পদ বাঁচানোর প্রচারে জোর দেয়। সবার আগে জলের অপচয়কারীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখন জল অপচয় রুখতে একদিকে যেমন ব্লক প্রশাসন ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে অন্যদিকে সেই জল চুরি রুখতে কাটা হচ্ছে বাড়ির ছাদে জল নিয়ে যাওয়ার পাইপ। গোঘাটের বিভিন্ন এলাকায় এমনই অভিযানের ছবি ধরা পড়ে। অভিযোগ, পানীয় জল অনেকেই বাসন ধোয়া,কাপড় কাচা সহ বিভিন্ন কাজে ব্যবহার করছেন। অনেকেই সেই জলের ট্যাপ খুলে রেখে দিচ্ছেন। তাই রঘুবাটি পঞ্চায়েত এলাকার মানুষকে সচেতন করতে গোঘাট ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জনতার দরবারে পৌঁছে যান। অনুরোধ করেন,একটু যত্নশীল হন জল বাঁচানোর জন্য। সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে,খোলা মনে। সবার কাছে এই জল বাঁচানোর এই জীবনমুখী ডাক ভালো সাড়াও ফেলছে।