ad
ad

Breaking News

Chopra

চোপড়া কাণ্ড: জেসিবি’র পর এবার পুলিশের জালে আমিরুল

চোপড়া কান্ডে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতের নাম আমিরুল ইসলাম

Chopra case: After JCB, now Amirul in police net

নিজস্ব ছবি

Bangla Jago Desk: চোপড়া কান্ডে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতের নাম আমিরুল ইসলাম। আগেই এই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়ল জেসিবি’র অনুগামী আমিরুল ইসলাম। এই নিয়ে মারধরের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা ২।

[ আরও পড়ুন: জানালার রড কেটে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি উত্তরপাড়ায়]

এর আগে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ‘জেসিবি’। জেসিবিকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আমিরুলের নাম । ধৃত আমিরুলকে তোলা হয় ইসলামপুর আদালতে । ঘটনার তদন্তে চোপড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চোপড়া কান্ডে গ্রেফতার আরও এক, ধৃতের নাম আমিরুল ইসলাম। ধৃতের বাড়ি দীঘলগাঁও এলাকার নাককাটিতে। ধৃতকে ইসলামপুর আদালতে তোলা হয়। রবিবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকার একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসে। ভিডিয়োতে দেখা যায় জেসিবি নামের এক ব্যক্তি এক প্রেমিক যুগলকে মারধর করছে। ভিডিও ভাইরাল হতে তোলপাড় হয় এলাকা। নিন্দার ঝড় ওঠে গোটা দেশজুড়ে।

ঘটনায় মুল অভিযুক্ত জেসিবিকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ৷ ঘটনায় চোপড়া থানার আইসি অমরেশ সিংকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে সোমবার জেসিবিকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। জেসিবিকে জিজ্ঞাসাবাদ করে এবং ভাইরাল ভিডিও দেখে আমিরুলের খোঁজ পায় পায়। ঘটনার পর থেকে পলাতক ছিল বলে জানা গিয়েছে। অবশেষে পুলিশের জালে ধরা পরল ওই অভিযুক্ত।