ad
ad

Breaking News

Howrah

ঝোপ থেকে শিশুর ক্ষত- বিক্ষত দেহ উদ্ধার, ডোমজুড়ে ছড়িয়েছে উত্তেজনা

তবে তাঁকে কে খুন করেছে তা এখন স্পষ্ট নয়।

Child's mutilated body found in Howrah

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: শিশুর ক্ষত- বিক্ষত দেহ উদ্ধার। ডোমজুড়ের শলপ ডাঁসপাড়া এলাকায় শিশুর দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস। তবে তাঁকে কে খুন করেছে তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ি থেকে সামান্য দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়।মুখে আঘাতের চিন্হ  রয়েছে।শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে মোদির চিঠি ইউনুসকে

এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, খোঁজ চালানোর সময় ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে । গলায় আঘাতের চিহ্ন আছে পিঠের আগুনের ছেঁকা । এই ৪ বছরের শিশুকে নৃশংসভাবে যে ভাবে মারা হয়েছে ।  স্থানীয়রা এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির দাবি করছে। যে সিসিটিভি হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলের পিছনে যাচ্ছে ওই শিশু। ডোমজুর থানার পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।