ad
ad

Breaking News

জঞ্জাল থেকে উদ্ধার শিশুদেহ! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে বোঝা যায় নি তবে রাস্তা দিয়ে একটি গাড়ি যাওয়ার পর প্যাকেটটি ফেটে যায়, তখন সেটা থেকে শিশুর হাত বেরিয়ে আসে।

Child's body recovered from garbage! Sensation in Alipurduar

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: আলিপুরদুয়ার- আলিপুরদুয়ারে জেলা হাসপাতালের সামনের ইটখোলা এলাকায় এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে একটি প্যাকেটে মোড়া অবস্থায় শিশুটির দেহ রাখা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে বোঝা যায় নি তবে রাস্তা দিয়ে একটি গাড়ি যাওয়ার পর প্যাকেটটি ফেটে যায়, তখন সেটা থেকে শিশুর হাত বেরিয়ে আসে। তারপর বিষয়টি পরিস্কার হয়।

এই শিশুটি সদ্যোজাত নয়, বরং তুলনামূলক বড় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলের আশপাশেই জেলা হাসপাতাল ও একাধিক নার্সিংহোম থাকায় অনেকেই মনে করছেন, হয়তো এই এলাকারই কারও কাজ এটি। কে বা কারা শিশুর মৃতদেহ এমনভাবে জনবহুল এলাকায় ফেলে রেখে গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

খবর পেয়ে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ জয়সওয়াল ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শিশু দেহের এমন নির্মম অবস্থানে স্থানীয়রা বিস্মিত এবং ক্ষুব্ধ।এ বিষয়ে কাউন্সিলর আনন্দ জয়সওয়াল বলেন, “এটা অত্যন্ত অমানবিক ঘটনা”।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিশুটির পরিচয়, মৃত্যুর কারণ এবং কে বা কারা তাকে এখানে ফেলে রেখে গেছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য দ্রুত তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হোক।