চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বীরভূমের বোলপুরে ফের নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে এক ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে (Child Safety)। অভিযুক্তের নাম নবীন হেমরম (৬০)। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে নিন্দার ঝড়।
আরও পড়ুনঃ ছত্তিশগড়ে মাও হামলায় নিহত বিজেপি নেতা
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় এক নাবালিকা খেলতে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময় সুযোগ বুঝে নবীন হেমরম নামে এক ব্যক্তি তাকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভয় পেয়ে মেয়েটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত বৃদ্ধকে স্থানীয়রা ঘিরে ফেলে এবং পরিবারের লোকজনকে খবর দেয়। (Child Safety)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
পরবর্তীতে নাবালিকার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে বোলপুর থানায়। অভিযোগের ভিত্তিতে বোলপুর থানার পুলিশ তৎপর হয়ে রাতেই নবীন হেমরমকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রতিবেশীদের বক্তব্য, “এমন জঘন্য কাজের কঠোর শাস্তি হওয়া উচিত। নাবালিকাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্যতার প্রমাণ মিলেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পকসো (POCSO) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে। (Child Safety)
এক পুলিশ আধিকারিক জানান, “অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে ধরা হয়েছে এবং আদালতে পেশ করা হবে। নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এই ঘটনার পর স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসেছে। সামাজিক সংগঠন ও নারী অধিকার কর্মীরা কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। তাদের বক্তব্য, “বয়স নয়, মানসিকতা পরিবর্তন না হলে এমন ঘৃণ্য অপরাধ রোধ করা কঠিন। প্রশাসনের উচিত দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা।”
বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে—অভিযুক্ত বৃদ্ধের পূর্বে কোনও অপরাধমূলক রেকর্ড আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। (Child Safety)