ad
ad

Breaking News

Mamata Banerjee

সুনীতার প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

এবার সুনীতাদের স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chief Minister Mamata Banerjee welcomes Sunita's return

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: অবশেষে অপেক্ষার অবসান। টানা নয় মাস পর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস,তাঁর সঙ্গী বুচ উইলমো।  আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ক্রু-১০ মহাকাশযানে চড়ে তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। আর সুনীতা  ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁর প্রত্যাবর্তনের পর দেশ জুড়ে আনন্দের আবহ।   এবার সুনীতাদের স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন, ‘অবশেষে এতদিন পর পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদেরকে পৃথিবীতে জানাই স্বাগতম। আমাদের ভারতকন্যা আমাদের কাছে ফিরে এসেছে। আমরা গভীরভাবে খুশি ও উচ্ছ্বসিত। বুচ উইলমোরের জন্যও আমরা ভীষণ আনন্দিত। তাদের সাহসের প্রশংসা করুন। মানবিক গৌরবের জয়গান করুন। আমি উদ্ধারকারী দলকে জানাই অভিনন্দন।‘

উল্লেখ্য, ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান। এদিন সকালে পৃথিবীতে ফিরে এলেও মহাকাশচারীরা বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে পরাবেন না। তাঁরা নিরিবিলিতে সময় কাটিয়ে পৃথিবীর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন।কারণ পৃথিবীর পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।তাই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।