চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জয় চক্রবর্তী: আগামী অক্ষয় তৃতীয়াতে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তার আগে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি বৈঠক ডাকলেন। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
উদ্বোধনের সময় প্রশাসনিক ক্ষেত্রে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? উদ্বোধনের আগের দিন থেকেই শুরু হবে প্রাথমিক পুজো। সেই প্রস্তুতি কিভাবে নেওয়া হয়েছে? পাশাপাশি নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ের প্রস্তুতি নিয়েও মুখ্যমন্ত্রী হাল-হকিকত জানবেন।
[আরও পড়ুন: বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই]
সেই কারণেই গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার। মুখ্যসচিবসহ বেশ কিছু দপ্তরের আধিকারিকরা যেমন থাকছেন তেমনই বেশ কিছু দপ্তরের মন্ত্রীরাও থাকছেন বৈঠকে। রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনিক পুলিশ কর্তারাও থাকবেন বৈঠকে।