ad
ad

Breaking News

Bardhaman

বর্ধমানে অমরনাথ রেজিস্ট্রেশন ঘিরে বিশৃঙ্খলা

বর্ধমান শহরের একটি নির্দিষ্ট ব্যাঙ্কে অমরনাথ যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু রয়েছে।

Chaos over Amarnath registration in Burdwan

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বর্ধমান শহরের একটি নির্দিষ্ট ব্যাঙ্কে অমরনাথ যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু রয়েছে। অনলাইনে ঠিকানা ও ব্যাঙ্কের নাম সুস্পষ্ট ভাবে উল্লেখ থাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ভোরবেলা থেকে লাইন দিয়ে পৌঁছান সেখানে রেজিস্ট্রেশন করাতে।

কিন্তু অভিযোগ, ব্যাঙ্কে পোঁছানোর পর ব্যাঙ্ক ম্যানেজার এবং কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন তারা। একাধিক ব্যক্তি জানান, ম্যানেজার তাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন, বিভিন্ন অজুহাতে রেজিস্ট্রেশন না করে ফেরত পাঠানো হয় কখনও বলেন লিঙ্ক নেই, কখনও বলেন রেজিস্ট্রেশন বন্ধ, আবার বেশি জিজ্ঞাসা করলে পুলিশ ডাকানোর হুমকি দেন।

ঘটনাস্থলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের মতে, কেউ এসেছেন মঙ্গলবার, কেউ গভীর রাতে এসে ব্যাঙ্কের বাইরে অপেক্ষা করছেন, কিন্তু এই ব্যবস্থাপনার জন্য তারা ভীষণভাবে হতাশ।

পরিস্থিতি সামাল দিতে বর্ধমান থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয়। এর মাঝেই ব্যাঙ্কের বাইরে একটি নোটিস ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে ব্যাঙ্কের স্ট্যাম্প বা ম্যানেজারের সাক্ষর নেই। সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে, ব্যাঙ্কের সিকিউরুটি গার্ড সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন এবং জানান, ম্যানেজার কোনও বক্তব্য দিতে চান না।

এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের দাবি তুলেছেন বহু মানুষ।