ad
ad

Breaking News

Mamata Banerjee

১০০ দিনের কাজ বন্ধ করে দিল কেন্দ্র, রাজ্যের টাকায় চালু কর্মশ্রী প্রকল্প: মুখ্যমন্ত্রী

মালদার প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Centre stops work for 100 days, Karmashri project launched with state funds: Chief Minister

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মালদার প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। এই প্রকল্পের টাকা না দেওয়ায় বাংলার গরীব মানুষেরা আর্থিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজ বন্ধ করে দিল কেন্দ্র। আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। ৫০ দিনের কাজ নিশ্চিত করেছি আমরা এই প্রকল্পের মধ্য দিয়ে।’ কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করলে বাংলা গরীব মানুষকে এইভাবে আর্থিক ক্ষতি মুখে পড়তে হতো না। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মালদায় আমাদের কোন সাংসদ নেই। একজন সাংসদ বিজেপির এবং অন্যজন কংগ্রেসের। বিজেপি সাংসদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কোন সুরাহা করেনি কেন্দ্র। এর মধ্যেও রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থাকতে সব ধরনের প্রয়াস চালাচ্ছে।

একাধিক প্রকল্পের পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। কেন্দ্রের বঞ্চনার পরও প্রত্যেকটি সামাজিক প্রকল্পে উপভোক্তাদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলার যুগান্তকারী প্রকল্প কর্মশ্রী। কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা নেই, কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্প চালু করায় বহু গরীব মানুষ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। কেন্দ্রীয় সরকার যতই বঞ্চনা করুক না কেন রাজ্যের সাধারন মানুষের পাশে থাকবে সব সময়।