ad
ad

Breaking News

Government schools

কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, বাংলায় সরকারি স্কুলেই আস্থা অভিভাবকদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়, রাজ্যের সরকারি স্কুলগুলিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাঠরত কোনও পড়ুয়ার প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে স্কুলছুট হয়নি। গত বছর পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও একজন পড়ুয়াও নিজেদের পড়াশোনা বন্ধও করেনি।

Central government report: Parents have confidence in government schools in Bengal

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বেসরকারি ছেড়ে সরকারি স্কুলেই ভর্তি হতে চাইছে পড়ুয়ারা। এমনই তথ্য মিলছে কেন্দ্রের এক রিপোর্টে। সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, রাজ্যের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলেই পড়ছে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়, রাজ্যের সরকারি স্কুলগুলিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাঠরত কোনও পড়ুয়ার প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে স্কুলছুট হয়নি। গত বছর পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও একজন পড়ুয়াও নিজেদের পড়াশোনা বন্ধও করেনি।

শিক্ষক মহলের অনেকের মত, পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে নানান ধরনের প্রকল্পের ব্যাবস্থা করা হয়েছে। আর সেই কারণেই সরকারি স্কুলেই পড়ার প্রবণতা বেড়েছে পড়ুয়াদের মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই বিষয় লক্ষ করা গেছে, হিমাচলপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (৮.৯ শতাংশ)। এ ছাড়াও, রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশে (৫.৪) স্কুলছুটের হার বেশি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও স্কুলছুট রয়েছে, তবে তা মাধ্যমিক স্তরে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির স্কুলছুটের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। এই স্তরে গত বছরে ১৭.৮৫ শতাংশ পড়ুয়া ড্রপ আউট হয়েছে। তবে, রাজ্যে প্রাথমিক  স্তরে স্কুলছুটের হার শূন্য হওয়ার খুশি শিক্ষাবিদেরা। তবে এই পরিসংখ্যান বজায় রাখতে হবে বলে মনে করছেন তাঁরা।