ad
ad

Breaking News

Campus Assault

Campus Assault: কসবা কাণ্ডে দ্রুত শাস্তির দাবি করলেন সায়ন্তিকা, টানলেন অপরাজিতা বিলের প্রসঙ্গ

উল্লেখ্য, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণ ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত মনোজিৎ মিশ্রের বক্তব্য যে যা কিছু হয়েছে সব নির্যাতিতার সম্মতিতেই হয়েছে।

Campus Assault: Sayantika Urges Justice in Kolkata

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এই মুহূর্তে দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় জ্বলছে গোটা বাংলা। কটাক্ষ-পাল্টা কটাক্ষে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই(Campus Assault)। বিরোধীদের বক্তব্য, তৃণমূলের শাসনকালে নারী নিরাপত্তা বলে কিছু দেখা যাচ্ছে না বাংলায়। যদিও ঘাসফুল শিবির সেই দাবিগুলিকে পাত্তা দেয়নি। দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত সকলকেই শাস্তি দেওয়া হবে। পাশাপাশি, দল যে এমন অপরাধ বরদাস্ত করবে না, সেটাও পরিষ্কার করে দেওয়া হয়।

[আরও পড়ুন: Cop Pulls Rickshaw: রিকশা টানছেন পুলিশকর্মী, উল্ট রথে মানবিক মুখ কলকাতায়]

এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বরানগরের বিধায়িকা, তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট নায়িকা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Campus Assault)। মাহেশে জগন্নাথ দর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই ব্যাপারে নিজের অবস্থান জানালেন। পাশাপাশি সরকার কিভাবে এই সমস্যা মেটাতে পারে, সেই ব্যাপারেও নিজের অবস্থান জানান। তিনি বলেন, “দেখুন এটি যেকোনো জায়গায় হতে পারে। স্থান, কাল, পাত্র দেখে হয় না। এটি একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে।” এরপরই বরানগর বিধায়িকা অপরাজিতা বিলের প্রসঙ্গ টেনে আনেন। সায়ন্তিকা বলেন, “আমাদের দলের তরফ থেকে যেই অপরাজিতা বিল পেশ করা হয়েছে, সেটা যদি দ্রুত রাষ্ট্রপতি পাশ করিয়ে দেন, তাহলে শীঘ্র শাস্তির ব্যবস্থা করা সম্ভব হবে। এমন অপরাধের ক্ষেত্রে যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি, তাহলে আমি মনে করি যে এই ধরনের ঘটনা কমবে। সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত সামাজিক ব্যাধির ক্ষেত্রে।” প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর অপরাজিতা বিল পেশ করা হয় বিধানসভায়। কিন্তু বিজেপির তরফ থেকে এর বিরোধিতা করা হয়নি। আইনে পরিণত হওয়ার জন্য এবার প্রয়োজন রাষ্ট্রপতির স্বাক্ষর। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণ ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে(Campus Assault)। ধৃত মনোজিৎ মিশ্রের বক্তব্য যে যা কিছু হয়েছে সব নির্যাতিতার সম্মতিতেই হয়েছে। তবে প্রতিনিয়তই মূল অভিযুক্তকে নিয়ে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি, পুলিশের তরফ থেকে সবকিছু খুঁটিনাটি তদন্ত করার জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। এবার দেখার বিষয় যে তদন্ত করে কি তথ্য হাতে লাগে।