গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত (By-Election Clash)। কিন্তু সকাল সকাল-ই অশান্তির অভিযোগ! অভিযোগ উঠছে, একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। অবশ্য সে অভিযোগ সম্পূর্ন নস্যাৎ করেছে তৃণমূল। এদিকে অভিযোগ উঠছে, কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ায় সেখানে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।
পৌনে আটটা নাগাদ পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনের ভোট কেন্দ্রে ভোট দেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী। সকাল সকাল ভোট দিয়ে তিনি বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন। কোথাও কোন অসুবিধা রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বলেন, “উন্নয়নমুখী কালীগঞ্জ গড়ে তুলতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন।” সঙ্গে বলেন, বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন বুথে ভোটদাতাদের সংখ্যা কম রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, বৃষ্টি কমলে আরও অনেক মানুষ ভোট দিতে আসবেন (By-Election Clash)।
বিরোধী এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি একপ্রকার কটাক্ষ করে বলেন, “ওরা এজেন্ট বসাতে পারছে না। তার জন্য আমরা কী করতে পারি?”
প্রসঙ্গত, নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু হওয়ায় সেই আসন ফাঁকা হয়ে যায়। সেই আসন পূর্ণ করতে এই উপনির্বাচন। আর এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপির প্রার্থী হয়েছেন আশিস ঘোষ। এদিকে বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে ময়দানে নেমেছেন কাবিলউদ্দিন আহমেদ (By-Election Clash)।