ad
ad

Breaking News

Nadia

চোরা চালান থেকে সীমান্তের মহিলাদের বিরত করে স্বনির্ভর করার লক্ষ্যে বিএসএফের নয়া উদ্যোগ

সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় মহিলাদের রোজগার সেই রকম না থাকাই বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

BSF's new initiative aims to make border women self-reliant by stopping smuggling

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk:মাধব দেবনাথ, নদিয়া:  নদিয়ার সীমান্তের মহিলারা চোরা চালান সহ অন্য দেশের নাগরিকদের আশ্রয় না দিয়ে নিজেরা যাতে রোজগার করতে পারে সেই লক্ষ্যেই বিএসএফের নয়া উদ্যোগ। আত্মনির্ভর ভারত করার উদ্যোগে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হুদাপাড়া প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে ধূপকাঠি প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হুদোপারা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি ধুপকাঠি প্রশিক্ষণের অফিসিয়াল ভাবে শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের বিএসএফের ডিআইজি ।

ধূপকাঠি প্রশিক্ষণ বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হয়।  বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হলো। সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় মহিলাদের রোজগার সেই রকম না থাকাই বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধূপকাঠি প্রশিক্ষণে এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পৌঁছাবে বলে এলাকার মহিলারা জানান। পাশাপাশি সীমান্তে বিভিন্ন চোরাচালান বন্ধ হবে বলে মনে করা হচ্ছে ।

বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান এই উদ্যোগ সর্বপ্রথম নেই  সীমান্ত এলাকার মানুষের স্বনির্ভর করবার লক্ষ্যে I এর আগে বিএসএফের কোনো ব্যাটেলিয়ানের আধিকারিকদের এই ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি।  বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক সুজিত কুমারকে এলাকার মহিলারা  ধন্যবাদ জানিয়েছেন সীমান্ত এলাকার মানুষদের কথা ভাবার জন্য । এলাকা সাধারণ মহিলা থেকে শুরু করে বুদ্ধিজীবীরা যথেষ্ট খুশি বিএসএফের এই উদ্যোগে।