ad
ad

Breaking News

BSF jawan

আলোর উৎসব উদযাপনে বিএসএফ জওয়ানরা

সীমান্তে দীপাবলী উদযাপন করল বিএসএফ জওয়ানরা। আনন্দ ভাগ করে নেওয়ার এক অন্যরকম মুহুর্তু দেখা যায় সীমান্তে।

BSF jawans celebrate the Festival of Lights

Bangla Jago Desk: সীমান্তে দীপাবলী উদযাপন করল বিএসএফ জওয়ানরা। আনন্দ ভাগ করে নেওয়ার এক অন্যরকম মুহুর্তু দেখা যায় সীমান্তে। নদিয়ার চাপড়াও হৃদয়পুরে এই দীপাবলী উৎসব পালন করা হয়। সীমান্ত পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দীপাবলী উদযাপনের এই  মিষ্টি অনুষ্ঠান বেশ নজরকাড়া।

[আরও পড়ুনঃ New Rules: ১ নভেম্বর থেকে বদল আসছে এই সমস্ত পরিষেবায়, জানুন বিস্তারিত

আলোর উজ্বলতায় জীবন ভরিয়ে তোলার অঙ্গীকার নিয়ে দীপাবলী উদযাপন করে সারাদেশের মানুষ।দেশের সীমানার উর্ধ্বে উঠে  সম্পর্কের মধুরতা বাড়ানোর কাজে এগিয়ে আসেন জওয়ানরা। প্রতিবছরই দীপাবলীতে বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সেই পরম্পরা এবারও তাঁরা বজায় রাখলেন।  নদীয়া জেলার কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার এর বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমারের নেতৃত্বে নদীয়ার চাপড়ার বিএসএফের ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের ব্রক্ষ্মনগর বিএসএফ ক্যাম্পে এবং হৃদয়পুরে দীপাবলি উৎসব অনুষ্ঠান পালন করা হয়। এই উৎসবে সীমান্ত রক্ষা বাহিনী জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সীমান্ত রক্ষী জওয়ানদের পাশাপাশি বিএসএফের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন, এই দীপাবলির উৎসবে। বিভিন্ন পরিবেশবান্ধব আতশবাজি ফাটিয়ে এই উৎসব পালন করা হলো সীমান্তে। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারে ডিআইজি সঞ্জয় কুমার  এবং ১৬১ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সোয়লেশ রানা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফের বিভিন্ন আধিকারিকগণ। সীমান্ত পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দীপাবলি সীমান্তে পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

[আরও পড়ুনঃ Haroa: কালীপুজোর রাতে মিনাখাঁর বিধায়কের উপর হামলা, আহত ঊষারানি

দীপাবলীর মতো খোলামেলা অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে  বিএসএফ জওয়ানরা আনন্দে মেতে ওঠেন। এরফলে জওয়ানদের ডিউটি করতে মানসিক মনোবল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিএসএফের জওয়ান থেকে অফিসারদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখের পড়ার মতো। বিএসএফের দীপাবলি উৎসবে সামিল হয়েছিল সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষরাও। তাঁরাও আর বিএসএফ জাওয়ানদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এক প্রকার বলা যেতেই পারে, বিএসএফ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের যে মেলবন্ধন তা আরো একবার ফুটে উঠলো এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে।