Bangla jago Desk: দেশ- কে সুরক্ষিত রাখার কাজে এগিয়ে আসছে নারীরা। সেনাবাহিনীতে নারীশক্তির সংযোজন দেশরক্ষার কাজকে শক্তিশালী করেছে। আগামীদিনে মেয়েরা যাতে এই সুরক্ষা বাহিনীতে যোগ দিতে পারে তারজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করল বিএসফ। মিশনপূরণে শান্তিপুরের শরত্ কুমারী গার্লস হাইস্কুলে আয়োজন করা হয় বিশেষ কেরিয়ার কাউন্সেলিং। নতুন প্রজন্মের মেয়েরা আত্মরক্ষা সহ নানা প্রশিক্ষণ গ্রহণ করে আগ্রহী হয়ে উঠছে।
কথায় বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী। অর্থাত্ মাতৃভূমি হল স্বর্গ।সেই দেশমাতৃকাকে রক্ষা করার মতো মহান কর্তব্য পালনে উত্সাহী হয়ে উঠছে অর্ধেক আকাশ। পুরুষদের মতোই মহিলারাও এয়ারফোর্স থেকে সীমান্ত সুরক্ষায় সজাগ প্রহরীর ভূমিকা পালন করছে। নতুন প্রজন্মের মেয়েরা যাতে এই দেশরক্ষার কাজে এগিয়ে আসে তারজন্য বিএসএফ প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। স্কুলে স্কুলে ক্যাম্প করা হচ্ছে কেরিয়ার কাউন্সেলিংয়ের। বিএসএফের তরফ থেকে এই প্রশিক্ষণের কাজ আলাদা গুরুত্ব পাচ্ছে।আত্মরক্ষার পাঠ দেওয়া থেকে শুরু করে নারীশক্তির ক্ষমতায়নের মৌলিক বিষয় এই প্রশিক্ষণ পর্বে জায়গা পাচ্ছে।এরমধ্যে ভারত পাকিস্তান সীমান্ত হোক বা ভারত-চিন সীমান্তে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। যারজন্য সীমান্তের সুরক্ষা বলয় সংহত হচ্ছে। দেশরক্ষার মতোই মহান কর্তব্য পালনে মহিলাদের উত্সাহিত করার এই মিশন আলাদা ছাপ রাখছে।
শান্তিপুর শরৎ কুমারী গার্লস হাই স্কুলে কৃষ্ণনগর বি এস এফ হেড কোয়াটারের উদ্যোগে এই কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়। যেখানে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা। নারীদের সাবলম্বী এবং বি এস এফ কি ভাবে নারীদের কর্মসংস্থান এর জন্য এগিয়ে এসেছে তার ব্যাখ্যা করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে কৃষ্ণনগর বি এস এফ সেক্টর হেড কোয়াটার এর এসিস্টেন্ট কমান্ডেন্ট আমন দীপ কৌর বি এস এফ সমন্ধে ছাত্রীদের ব্যাখা করেন। মহিলা বিএসএফ কর্মীদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রীদের বি এস এফ সমন্ধে বিশেষ বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে বি এস এফ এর তরফে একটি অডিও ভিজ্যুয়াল শো এর আয়োজন করা হয়। সেই শোতে বি এস এফ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ছাত্রীদের ওয়াকিবহাল করা হয়।