ad
ad

Breaking News

Bridge Construction Bankura

Bridge Construction Bankura: ‘বাংলা জাগো’র খবরের জেরে ইন্দাসে সেতু গড়তে এগিয়ে এল প্রশাসন  

দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে জন-সুরাহায় যথাযোগ্য ভূমিকা পালন করাই আমাদের কর্তব্য।

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: দেবখালের ওপর পাকা সেতু না থাকায় বাঁকুড়ার ইন্দাসের মানুষের পারাপারে বড় সমস্যা হত। ৭টি গ্রামের দুর্দশার ছবি বাংলা জাগোয় সম্প্রচারের পরই প্রশাসন তত্পরতা বাড়ায়।জেলা পরিষদের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ৪৯লক্ষ টাকা (Bridge Construction Bankura)। এখন কাজ চলছে জোরকদমে। গ্রামবাসীরা এই কাজ দেখে বেশ খুশি।

সাধারণ মানুষের স্বার্থেই খবর করা প্রয়োজন। মানুষের কষ্ট,যন্ত্রণা,সমস্যা দেখলেই তার সুরাহা করার জন্য বাংলা জাগোর ক্যামেরা সক্রিয় ভূমিকা নিই।দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে জন-সুরাহায় যথাযোগ্য ভূমিকা পালন করাই আমাদের কর্তব্য।চতুর্থ স্তম্ভের দায়বদ্ধতা থেকে গত ২৬ শে অক্টোবর ২০২৪,বাংলা জাগোয় তুলে ধরি ইন্দাসের শান্তাশ্রম সহ ৫টি ৭টি গ্রামের দুর্দশার ছবি।

আরও পড়ুন: Meghalaya Murder Case: খুনি সোনম কি ‘ অন্তঃসত্ত্বা’ ? কী বলছে মেডিকেল রিপোর্ট?

বৃষ্টি বাড়লেই দেখা যায়,শান্তাশ্রম সংলগ্ন দেবখালের জল রীতিমতো বিপদসীমার উপর দিয়ে বয়ে যায়।যারজন্য সমস্যায় পড়তে হয় ইন্দাসের করিশুন্ডা, বেলবান্দি, পাহাড়পুর সহ পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষকে। বাজার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল-কলেজে  যেতে গেলে আট থেকে আশি সকলকেই ভীষণ সমস্যার মুখে পড়তে হতো (Bridge Construction Bankura)।বর্ষার আগেই শুরু হয়েছে কর্মযজ্ঞ,স্বস্তিতে পারাপারের সুযোগ করে দিল প্রশাসন। ৭টি গ্রামের হাজার- হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সরু পুলের ওপর চলাচল করতে গিয়ে ৩০ফুট গভীর জলে পড়ে যেত অনেকে।

Bangla Jago FB Page: https://www.facebook.com/share/193NB43TzC/

ইন্দাসের এই জীবন যন্ত্রণার কথা তুলে ধরা হয় বাংলা জাগো টিভিতে। বাংলা জাগোয় খবর সম্প্রচারের পরই সেতু তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। মানুষের সুবিধার জন্য ৪৯লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কংক্রিটের সেতু (Bridge Construction Bankura)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নতুন কংক্রিটের সেতু তৈরির কাজ। জেলা পরিষদের দাবি বর্ষার আগেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।