ad
ad

Breaking News

বই পড়ার অভ্যাস

পুজোর লম্বা ছুটিতে বইমুখী পড়ুয়ারা! পোশাক না কিনে বই কিনল ছাত্র ছাত্রীরা

Bengla Jago Desk: এখন পড়ুয়াদের মধ্যে মোবাইলমুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সামনেই পুজোর লম্বা ছুটি৷ আর সেই ছুটিতে পড়ুয়া যাতে আরও বেশি মোবাইলমুখী না হয়ে পড়ে তারজন্য নেওয়া হল অভিনব উদ্যোগ। এখন এমনিতেই বই পড়ার আগ্রহ কমছে। এমন পরিস্থিতিতে স্কুলের ছাত্রীদের জন্য অসময়ে করা হল বইমেলা। পড়ার বই তো বটেই গল্পের বই, গোয়েন্দা গল্প বা […]

Bengla Jago Desk: এখন পড়ুয়াদের মধ্যে মোবাইলমুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সামনেই পুজোর লম্বা ছুটি৷ আর সেই ছুটিতে পড়ুয়া যাতে আরও বেশি মোবাইলমুখী না হয়ে পড়ে তারজন্য নেওয়া হল অভিনব উদ্যোগ। এখন এমনিতেই বই পড়ার আগ্রহ কমছে। এমন পরিস্থিতিতে স্কুলের ছাত্রীদের জন্য অসময়ে করা হল বইমেলা। পড়ার বই তো বটেই গল্পের বই, গোয়েন্দা গল্প বা কল্প বিজ্ঞানের গল্প এখন আর খুব একটা টানে না বর্তমান প্রজন্মকে৷

ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে স্কুলের মধ্যেই একটি বইমেলার আয়োজন করা হয়৷ সেই মেলাতেই ছাত্রীদের উপযোগী নানান বই রাখা হয়৷ স্কুলে এমন বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও৷  অনেকেই পুজোর নতুন জামাকাপড়ের তালিকাও কাঁটছাঁট করে টিফিনের টাকা বাঁচিয়ে বই কেনে৷বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ স্কুলের। ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে খুশি স্কুলের টিচাই ইনচার্জ সোমা ঘোষ৷

তিনি জানান, আগামী দিনে এই বইমেলা তিনদিন ধরে করার ইচ্ছে আছে৷কয়েক বছর আগে পর্যন্ত লম্বা ছুটি পড়লে অন্য নানান বইয়ের পাশে বিভিন্ন পুজোবার্ষিকী পড়ার চল ছিল। এখন সেইদিন অতীত হতে চলেছে। পড়ার সেই জায়গা দখল করেছে মোবাইল সহ নানা গ্যাজেট। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি। ছুটির মধ্যে পড়ুয়াদের আবার বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল সোনারপুরের এই স্কুল। খুশি ছাত্রীরাও।

Free Access