ad
ad

Breaking News

ক্রমাগত বৃষ্টির জেরে জলবন্দী অবস্থা বোলপুর মহকুমায়

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্রমাগত বৃষ্টির জেরে জলবন্দী অবস্থা বোলপুর মহকুমায়। ইলামবাজার, লাভপুর, নানুর, বোলপুর সহ প্রায় প্রত্যেক এলাকাতেই একনাগারে বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি

Bolpur sub-division is waterlogged due to continuous rains

নিজস্ব

Bangla Jago Desk: বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্রমাগত বৃষ্টির জেরে জলবন্দী অবস্থা বোলপুর মহকুমায়। ইলামবাজার, লাভপুর, নানুর, বোলপুর সহ প্রায় প্রত্যেক এলাকাতেই একনাগারে বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি। ইলামবাজারের টিকরবেতা, জয়দেব সহ একাধিক এলাকায় জমেছে জল। অজয় নদও ফুঁসছে। 

[ আরও পড়ুন: Bankura: জলযন্ত্রণায় বাঁকুড়াবাসী! টানা বৃষ্টিতে মার খাচ্ছে সব্জি চাষ, সতর্ক প্রশাসন]

অন্যদিকে লাভপুরের বিপ্রটিকুড়ি, সরিপা এলাকাতেও রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়। ঠিবা পঞ্চায়েতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা বন্যার আশঙ্কায় আতঙ্কিত। প্রায় প্রত্যেক বছরই বর্ষাকালে প্লাবন দেখা দেয় এই সমস্ত জায়গায়। একই অবস্থা নানুরের সুন্দরপুর, রামকৃষ্ণপুর, গাজী ডাঙ্গাল সহ একাধিক নদী তীরবর্তী গ্রামগুলিতে। বিঘার পর বিঘা ধান জমির জলের তলায়। নিঁচু এলাকার বাড়িগুলিতে ঢুকেছে জল। বিগত কয়েক বছরের নানুরের নদী তীরবর্তী এলাকায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরপুর গ্রাম। তাই আবারো ক্রমাগত বৃষ্টির ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। একইভাবে বোলপুরের লায়েকবাজার ক্যানাল পাড়, নিঁচু বাঁধগোড়া, উদয়নপল্লী কার্যত জলের তলায় চলে গিয়েছে।

এই সমস্ত এলাকাগুলির বাসিন্দাদের জলবন্দী অবস্থা বৃহস্পতিবার রাত থেকেই। বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়লে সমস্যা আরো বৃদ্ধি পাবে। গ্রামাঞ্চল গুলিতে প্লাবিত হতে পারে ঘরবাড়ি। ইতিমধ্যেই প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। অন্যদিকে বোলপুর রেল স্টেশনের ট্রাকেও জল জমে রয়েছে। রেল লাইন গুলি বেশ কিছু জায়গায় জলের তলায় চলে যাওয়ায় দূরপাল্লার ট্রেন ধীরগতিতে যাতায়াত করছে।