Bengal Jago Desk: উনিশে কলকাতায় শুরু হয় পুজো কার্নিভাল।কোভিডের জন্য দুবছর সেই কার্নিভাল বন্ধ ছিল।বাইশে আবার সেই বিশ্বজনীন উত্সবের গৌরবগাথার মুকুট মাথায় নিয়ে শোভাযাত্রার আয়োজন করা তিলোত্তমায়।রং বাহারি উমার উপস্থিতিতে রেডরোড রঙিন হয় প্রতিবছরই। .ব্রাজিলের রিও কার্নিভাল, চীনের ‘হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল’বা জার্মানির মিউনিখ শহরের শতাব্দি প্রাচীন অক্টোবর ফেস্টকে পিছনে ফেলে এখন এই কার্নিভাল বিশ্বের জনপ্রিয়তার গ্রাফে শীর্ষস্থান ছুঁয়েছে।
এবার কলকাতার আদলেই গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ভূমি বোলপুরেও সেই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। মূলতঃ দুর্গোত্সব ও শান্তিনিকেতনের হেরিটেজ ভূষণ কে উদযাপন করতেই শান্তিনিকেতনে উল্লাসের উত্সবকে নতুন আঙ্গিকে উদযাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র-কুটির শিল্পও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।দ্বাদশীর দিন মহাসমারোহে মায়ের মহামিলনের আনন্দকে ছড়িয়ে দেওয়া হবে।বোলপুর কার্নিভালকে কিভাবে রূপায়ণ করা হবে।তার নীল -নকশা তৈরি করে ফেলেছে উত্সবের নিয়ন্ত্রণকারী প্রশাসনের কর্তারা।
কতগুলো দুর্গাপুজো কমিটি কার্নিভালে অংশ নিতে পারবে তা আলোচনা করে নির্ধারণ করা হচ্ছে বলে মন্ত্রী জানান।তবে বিশ্বকবির বিশ্বায়নের ভাবনা থেকে শিক্ষা-সংস্কৃতির ভুবনডাঙার মিলন ভাবনা জায়গা পাবে কার্নিভালের মঞ্চে।থাকবে জমজমাট সংস্কৃতির নানা অনুষ্ঠান।মূল স্টেজে হবে দৃষ্টিনন্দন পারফরমেন্স।শিল্পী থেকে সংস্কৃতির কলাকুশলী সবার যৌথ ভাবনায় এই অনুষ্ঠান সর্বাঙ্গসুন্দর হয়ে উঠবে বলে আশা প্রশাসনের।রবীঠাকুরের লালমাটির জেলার ঐতিহ্যের শহরে হেরিটেজ সম্মান উদযাপনের আয়োজন যে প্রায় সম্পন্ন তা বলাই যায়।
Free Access