চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শৈলেন মান্না সরণিতে একটি নর্দমায় ৭০ বছরের এক বৃদ্ধার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে সুযেগা না পাওয়ায় কেরল ক্রিকেট বোর্ডকে তোপ সঞ্জুর বাবার]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম গঙ্গা দাস। তিনি গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। কীভাবে এবং কখন ওই বৃদ্ধা নর্দমায় পড়ে যান, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, কেউ ইচ্ছাকৃতভাবে তাঁকে ধাক্কা দিয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গঙ্গার পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি তাঁর এক মেয়ে এবং এক ছেলের সঙ্গে একই বাড়িতে থাকতেন। মেয়ে সুজাতা মাইতি জানান, ২ জানুয়ারি সকালে কাজে বেরোনোর সময় তাঁর মা ঘরে ঘুমিয়ে ছিলেন। কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে মাকে আর দেখতে পাননি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও মায়ের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
[আরও পড়ুন: সরকারি নথিতে থাকবে শুধুমাত্র পুরুষ ও মহিলা লিঙ্গ, নয়া নীতি ট্রাম্প প্রশাসনের]
মঙ্গলবার সকালে নর্দমায় একটি দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা সুজাতাকে খবর দেন। মৃতদেহের গায়ে থাকা সোয়েটার দেখে সুজাতা নিশ্চিত করেন এটি তাঁর মায়ের দেহ। পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।