Bangla Jago Desk: বাঁকুড়ার বিষ্ণুপুর ছিল একসময়ের মল্ল রাজধানী। রাজ আনুগত্যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা বিষ্ণুপুরকে একসময় বলা হত গুপ্ত বৃন্দাবন। দোল আর রাসে মাতোয়ারা হয়ে উঠত রাজধানীর সমস্ত শ্রেণীর মানুষ।
সময়ের সাথে সাথে হারিয়ে গেছে মল্ল রাজারা। হারিয়ে গেছে রাজত্বও। কিন্তু ধরণ বদলে আজও বিষ্ণুপুরের বুকে আজও টিকে রয়েছে রঙের উৎসব। বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে জোড় শ্রেণীর মন্দিরকে সাক্ষী রেখে সকাল থেকেই নাচ ও গানের পাশাপাশি শহরের আট থেকে আশি মেতে উঠল রঙের উৎসবে।
একসময় বাংলার সংস্কৃতির অন্যতম রাজধানী ছিল মল্ল রাজধানী বিষ্ণুপুর। বাংলার নিজস্ব সেই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে ছিল দোল ও রাসের মতো উৎসবগুলি। সময়ের সাথে সাথে তাতে কিছুটা বদল ঘটলেও দোল উৎসবের সঙ্গে বিষ্ণুপুরের মানুষের আত্মীক যোগ আজও অব্যাহত।
[আরও পড়ুন: শান্তিনিকেতন ও বসন্ত উৎসব]
এদিন সকালে বিষ্ণুপুরের এসডিও মোড় থেকে বিভিন্ন রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে নাচ গানের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন সাধারণ মানুষ। শহরের রাজপথ দিয়ে শোভাযাত্রা হাজির হয় প্রাচীন জোড় শ্রেণীর মন্দির প্রাঙ্গনের পোড়া মাটির হাটে। সেখানে ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে রঙের উৎসবে মেতে ওঠেন শহরের আবাল বৃদ্ধ বনিতা।