চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: শহর জুড়ে প্রায় ২০০ টি সিসি ক্যমেরা রয়েছে। সেই ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা চলে নজরদারি। কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে বেশ কিছু অপরাধ। এবার অপরাধ ঠেকাতে শহরের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন পিটিজেড প্রযুক্তির ক্যামেরার সংখ্যাবৃদ্ধিতে জোর দিচ্ছে বাঁকুড়ার (Bishnupur) বিষ্ণুপুর থানার পুলিশ। মূলত অপরাধপ্রবণ এলাকা ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলিতে এই প্রযুক্তির ক্যামেরা দিয়ে নজরদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
[আরও পড়ুনঃ Bengal Weather: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা]
রাজ্যের অন্যতম প্রাচীন শহর বিষ্ণুপুর (Bishnupur)। প্রাচীন মল্ল রাজধানী হওয়ার সুবাদে এই শহর শুধু রাজ্যের নয় দেশ বিদেশের পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সেই শহরে পর্যটক সহ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এতদিন পুলিশের ভরসা ছিল রাস্তার মোড়ে মোড়ে লাগানো সাধারণ মানের সিসি ক্যমেরা। শহরজুড়ে থাকা প্রায় ২০০ টি সাধারণ সিসি ক্যমেরার সাহায্যে পুলিশ নজরদারি চালানোর পাশাপাশি বিভিন্ন অপরাধের কিনারার ক্ষেত্রেও এই ক্যমেরার ফুটেজ অত্যন্ত সহায়ক ভূমিকা নিয়েছে। এবার সেই ব্যবস্থাকেই আরো আধুনিক ও উন্নত করার লক্ষ্যে শহর জুড়ে পিটিজেড প্রযুক্তির ক্যামেরার সংখ্যাবৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
প্রাথমিকভাবে স্থির হয়েছে বিভিন্ন সময়ে অপরাধ মূলক কাজকর্মের অভিযোগ ওঠা লালবাঁধ এবং শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটনস্থল পোড়ামাটির হাটে আপাতত দুটি পিটিজেড প্রযুক্তির সিসি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রী ঘুরে যেমন ভিডিও রেকর্ড করবে তেমনই সন্দেহভাজন কিছু দেখলে স্বয়ংক্রিয় ভাবে প্রয়োজনে তুলে রাখবে স্টিল ছবিও। পুলিশের দাবি, এই ক্যামেরাগুলির মাধ্যমে নজরদারি যেমন আরো সহজতর হবে তেমনই কোনো অপরাধ ঘটে গেলে অত্যন্ত দ্রুততার সাথে অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে। (Bishnupur) পুলিশের এই কাজে খুশি বিষ্ণুপুরের স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা, খুশি এলাকার মহিলারাও। মহিলাদের দাবি তাদের নিরাপত্তা অনেকটাই সুরক্ষিত থাকবে এই সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য। ব্যবসায়ীদের দাবি এবার থেকে সুরক্ষা অনেক বাড়বে কেউ চুরি করতে আসলে তাকে ভাবতে হবে।