ad
ad

Breaking News

এশিয়ান হাইওয়ে

এশিয়ান হাইওয়েতে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

Bangla Jago TV Desk : ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাসা এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এশিয়ান হাইওয়েতে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম ওয়াহাব আলি (২৫)। আহত দুজনের নাম সাইবুল হক ও সাকির আলি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি বাইকে চেপে […]

Bangla Jago TV Desk : ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাসা এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এশিয়ান হাইওয়েতে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম ওয়াহাব আলি (২৫)। আহত দুজনের নাম সাইবুল হক ও সাকির আলি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি বাইকে চেপে আংরাভাসার দিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসা একটি ডাম্পার অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইকটিকে ধাক্কা মারে।

ঘটনায় বাইক আরোহী তিনজনই এশিয়ান হাইওয়ের ওপর লুটিয়ে পড়েন। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ডাম্পারটি দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে প্রায় ১ কিমি টেনে হিচড়ে নিয়ে যায়। এতদূর বাইকটিকে টেনে নিয়ে যাওয়ায় ঘর্ষনের জেরে দাউ দাউ আগুন ধরে যায় সেটিতে। পরে বানারহাট থানার পুলিশ এসে গয়েরকাটা চা বাগান সংলগ্ন এলাকায় বাইকটির আগুন নিভিয়ে ফেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রাই আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে খবর। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাম্পারটি। ঘাতক ডাম্পারটির খোঁজের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

FREE ACCESS