Bengla Jago Desk: বাইক ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক জওয়ান পলাতক ঘাতক গাড়ি, আশঙ্কাজ জনক অবস্থায় রেফার, ঘটনায় চাঞ্চল্য। জানাযায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা থানার কৃষ্ণনগর কালিবাড়ি এলাকায়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম সুশান্ত দাস বয়স আনুমানিক ৫০। সুশান্ত বাবু বাইক নিয়ে গোবরডাঙ্গার দিকে যাচ্ছিল অপরদিকে আসছিল একটি ৪০৭ সে সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় বাইক চালক জওয়ান সুশান্ত দাস, পলাতক ৪০৭ গাড়িটি।
স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে আহত ব্যক্তিকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তার প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকেরা তার অবস্থার অবনতি হলে অন্যতর চিকিৎসার জন্য কলকাতায় রেফার করে। ইতিমধ্যেই ঘাতক গাড়িটির উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে গোবরডাঙা থানার পুলিশ।