ad
ad

Breaking News

SSC

Big Breaking: হল না SSC মামলার শুনানি, আগামীকাল সব পক্ষের বক্তব্য একসঙ্গে শুনতে চায় সুপ্রিম কোর্ট

আগামীকাল এই মামলায় সব পক্ষের বক্তব্য একসঙ্গে শুনতে চায় সুপ্রিম কোর্ট।

Big Breaking: The hearing of the SSC case did not take place, the Supreme Court wants to hear the statements of all the parties together tomorrow

Bangla Jago Desk : আজ হল না SSC মামলার শুনানি। আগামীকাল শুনানি হবে এই মামলার। আগামীকাল এই মামলায় সব পক্ষের বক্তব্য একসঙ্গে শুনতে চায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর প্রথমদিন সামান্য কিছু সময়ের জন্য শুনানি হয়েছিল। আজ ছিল দ্বিতীয় শুনানি। সেই মামলার দিকে তাকিয়ে ছিল সব পক্ষ। তবে আজ শুনানি হল না। আগের শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত।

এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলব, যোগ্য-অযোগ্য বিভাজন করা সম্ভব। যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, সেই পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্টের যা নির্দেশ, সেই মোতাবেক আমরা যা করার করব। যোগ্য চাকরিপ্রার্থীরা এখন আন্দোলন চালাচ্ছেন। এসএসসি-র দেওয়া তথ্যে সুপ্রিম কোর্টে যদি যোগ্য-অযোগ্য ফারাক করে তা হলে এই বিতর্কের অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। এসএসসি-র দাবি অনুযায়ী, তার মধ্যে পাঁচ হাজারের কিছু বেশি অযোগ্য প্রার্থী বাতিল চাকরি তালিকায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার দ্বিতীয় শুনানি ছিল আজ। কিন্তু, সেই শুনানি হল না। শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।