গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: ইজরায়েলে আটকে পড়েছেন আসানসোল শহরের রেলপারের ডিপোপাড়ার বাসিন্দা ডঃ আবীর মুখোপাধ্যায়। একাই রেল শহর চিত্তরঞ্জনের একজনও ইজরায়েলে আটকে পড়েছেন বলে জানা গেছে। এই দুজন গবেষণার জন্য ইজরায়েলে গেছিলেন। কিন্তু সেখানকার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে তাদের পরিবার উদ্বিগ্ন। এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চিঠি লিখে পরিবারকে সাহায্যের অনুরোধ করেছেন।উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এই বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের গোচরে আনেন। মেয়র উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করেছেন যাতে এই দুজনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হয় (Asansol)।
আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আমি ডিপোপাড়ার বাসিন্দা মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের কাছ থেকে আবীর মুখোপাধ্যায়ের ইজরায়েলে আটকে পড়ার খবর পাই। তারা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। এরপর মেয়র বিধান উপাধ্যায়ের সাহায্য নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, আশা করছি কেন্দ্র সরকার দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে, পরিবারের উৎকন্ঠা কাটাবে (Israel Conflict)।
আরও পড়ুন: Sunderban: সুন্দরবনের উপকূলে নদীবাঁধে নতুন ভাঙন, আতঙ্কে গ্রামবাসী
জানা গেছে, আসানসোলের ডঃ আবীর মুখোপাধ্যায় এবং চিত্তরঞ্জনের বাসিন্দা ঐ ব্যক্তি গবেষণার কাজে ইসরায়েলে গেছিলেন। কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ও তা থেকে তৈরি হওয়া ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ইসরায়েল ও ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর দিয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আসানসোলের এই পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। যাতে তাদের বাড়ির লোকেরা তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি যে এই দুজন দ্রুত ও নিরাপদে বাড়ি ফিরে আসবেন।স্বাভাবিক ভাবেই এই দুজনের ইজরায়েলে আটকে পড়ার বিষয়টি আসানসোলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সবাই এখন সরকারের পদক্ষেপের উপর নজর রাখছেন। এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে সরকারি ভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে, ভারতীয় দূতাবাসের মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে (Asansol)।