ad
ad

Breaking News

BORDER

BORDER: কাঁটাতারের জন্য জমি দিচ্ছে রাজ্য, কৃষকদের মিলছে বাজারের ৬ গুণ বেশি দাম

পহেলগাঁও সন্ত্রাসের পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে এককাট্টা দেশ,কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাজ্য। দেশের নিরাপত্তাকে সবার ওপর জায়গা দিয়েছে রাজ্য সরকার। সীমান্ত রক্ষী বাহিনীকে জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

BORDER Farmers Get 6X Compensation as State

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:পহেলগাঁও সন্ত্রাসের পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে এককাট্টা দেশ,কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাজ্য। দেশের নিরাপত্তাকে সবার ওপর জায়গা দিয়েছে রাজ্য সরকার। সীমান্ত রক্ষী বাহিনীকে জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(BORDER)। সেইমতো জমি দিতে তত্পর বাংলার সরকার। কৃষকদের বাজার মূল্যের থেকে বেশি দাম দিয়ে করা হচ্ছে জমি অধিগ্রহণ।  

আরও পড়ুন: WB WEATHER: দাবদাহের মাঝে স্বস্তির বার্তা, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা

নদিয়া জেলায় প্রায় ২১৬ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত রয়েছে।এখনও প্রায় ২০.৬১১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি বলে বিএসএফ সূত্রে খবর(BORDER)।। কাঁটাতার ছাড়া সীমান্ত রয়েছে করিমপুরেও।

সীমান্তে কাঁটাতার লাগাতে এখনও পর্যন্ত বিএসএফকে ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে ৩২৪ একর জমি পেয়েছে বিএসএফ(BORDER)।। কিন্তু বাকি ৩৬৫ একর জমি নিয়ে দেখা দেয় জটিলতা। গত একমাস ধরে জমি মাপজোপের কাজ চলেছে ।

এ বছরের মে মাস থেকে নেওয়া শুরু করেছে জমি(BORDER)। ।একমাস ধরে জমি মাপজোপের কাজ চলেছে ।  যে সমস্ত মালিকের জমি  দিয়েছেন তাদের ব্যঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।

Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial