ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 : তৃতীয় দফা নির্বাচনের আগেই চতুর্থ দফার বাহিনী মোতায়েন, কোথায় কত কোম্পানি বাহিনী? জানুন

নির্বাচনের জন্য মোতায়েন করা হবে ৫৯৬কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Before the third round of elections, the fourth round of army deployment, where are the number of companies? get to know

Bangla Jago Desk : ১৩মে চতুর্থ দফায় রাজ্যের ৮টি আসনে নির্বাচন। সেই  নির্বাচনের জন্য মোতায়েন করা হবে ৫৯৬কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে, দেখে নেব।

লোকসভা ভোটের প্রথম ৩ পর্যায়ে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেলেও মোটের ওপর শান্তিতেই নির্বাচন সম্পন্ন হয়েছে।এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফোকাস চতুর্থ দফার ভোট।১৩ মে চতুর্থ দফায় ভোট হবে।মোট ৮টি আসনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে।  চতুর্থ দফায় রাজ্যে মোতেয়েন করা হচ্ছে ৫৯৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।

কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  মোতায়েন করা হচ্ছে তার আভাস মিলেছে। ৫৭৮ কোম্পানি নির্বাচনের দিন এবং বাকি স্টং রুম পাহারা এবং রুট মার্চের জন্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। আসানসোল – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ১৩৯৬ টি প্রিমিসেসে ২৬৮৩ টি বুথের জন্য ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বীরভূম লোকসভা কেন্দ্রে   ৩০৭১ টি বুথের জন্য ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কৃষ্ণনগর পুলিশ জেলার  ২২৪৮ টি বুথের জন্য ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।এছাড়াও  মুর্শিদাবাদ পুলিশ জেলার   ১৮৭৯ টি বুথের জন্য ৭৩ কোম্পানি,   পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের   ৪০৫০ টি বুথের জন্য ১৫২ কোম্পানি,   রানাঘাট পুলিশ জেলার   ১৫৭৬ টি বুথের জন্য ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও ভেবেছে কমিশন। নিরাপত্তার নজরদারি বাড়াতে  ১৫০ টির বেশি কিউআরটি থাকবে বলেও নির্বাচনের তত্ত্বাবধানে থাকা কমিশনের সূত্রে জানানো হয়েছে।সবমিলিয়ে ৮লোকসভা কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলার প্রক্রিয়া যে শুরু হচ্ছে তার আভাস দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।