ad
ad

Breaking News

Beach Accident

Beach Accident: নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র বিচে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, তারপর কী হল? দেখুন

Bangla Jago Desk: প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সি-বিচে গাড়ি চালাতে গিয়ে চরম বিপাকে পড়লেন পর্যটক (Beach Accident)। ভাইরাল হওয়া ভিডিয়োটি এখন আলোচনার কেন্দ্রে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক পর্যটকের দামি প্রাইভেট গাড়ি সমুদ্রের জোয়ারের জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। পরে চোরা বালিতে চাকা আটকে একেবারে অচল হয়ে পড়ে গাড়ি। এই অবাক করা এবং উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে […]

Beach Accident: Tourist’s Car Sinks in Sea at Hijli Beach

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সি-বিচে গাড়ি চালাতে গিয়ে চরম বিপাকে পড়লেন পর্যটক (Beach Accident)। ভাইরাল হওয়া ভিডিয়োটি এখন আলোচনার কেন্দ্রে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক পর্যটকের দামি প্রাইভেট গাড়ি সমুদ্রের জোয়ারের জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। পরে চোরা বালিতে চাকা আটকে একেবারে অচল হয়ে পড়ে গাড়ি। এই অবাক করা এবং উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানা এলাকার হিজলি সমুদ্র সৈকতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের গাড়ি নিয়ে হিজলি বিচের একেবারে জলের ধার ঘেঁষে ড্রাইভ করতে যান পর্যটক। গাড়ি নিয়ে সমুদ্রের মধ্যে ঢুকে পড়েন তাঁরা। শুরুতে বিষয়টি যেন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে মনে হচ্ছিল তাঁদের কাছে। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়। জোয়ারের জল দ্রুত বেড়ে ওঠে, তলিয়ে যেতে যেতে গাড়ির চাকা চোরা বালিতে আটকে পড়ে। এক পর্যায়ে গাড়ির বেশ কিছুটা অংশ জলের নিচে চলে যায় (Beach Accident)।

ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁরা গাড়ি উদ্ধারে সহযোগিতা করেন। তবে স্থানীয়দের সবরকম চেষ্টা ব্যর্থ হয়। তখন ডাকা হয় স্থানীয় পুলিশকে। পুলিশের তত্ত্বাবধানে দু’টি ট্রাক্টর আনা হয় এবং কিছুক্ষণের প্রচেষ্টায় গাড়িটিকে ডাঙায় তুলে আনা সম্ভব হয়।

প্রশ্ন উঠছে, কেন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটকরা নিয়ম না মেনে এই ধরনের বিপজ্জনক কাজ করছেন? স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র সৈকতে গাড়ি প্রবেশ একেবারেই নিষিদ্ধ (Beach Accident)।

 

 

এই ঘটনাটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অসতর্কতা ও নিয়ম না মানার পরিণতির একটি বড় উদাহরণ। প্রশাসনের সতর্কতা এবং প্রাকৃতিক পরিবেশের নিয়মকে অগ্রাহ্য করলে যে কী ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এই ঘটনা যেন সেই কথাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।