ad
ad

Breaking News

সমাজসেবী সংস্থা

নর-নারায়ণকে সেবা করাই ইশ্বরের সেবা! সেই নীতি কেই মান্য দিয়ে বারুইপুরের সমাজসেবী সংস্থা পুজোর ৪দিন দুঃস্থদের খাওয়ানোর ব্যবস্থা করেছে

Bengla Jago Desk: বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ দেশের মধ্যে ১১১তম স্থানে নেমে এসেছে ভারত। ক্ষুধা সূচক  বলছে, শিশুদের অপুষ্টির হার এ দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ।আর যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না ১৬.৬ শতাংশ মানুষের। সেই সঙ্গে এ-ও বলা হয়েছে যে, ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় […]

Bengla Jago Desk: বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ দেশের মধ্যে ১১১তম স্থানে নেমে এসেছে ভারত। ক্ষুধা সূচক  বলছে, শিশুদের অপুষ্টির হার এ দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ।আর যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না ১৬.৬ শতাংশ মানুষের। সেই সঙ্গে এ-ও বলা হয়েছে যে, ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগেন ৫৮.১ শতাংশ।এই অর্ধাহার আর অনাহারের অভিশাপ দূর করতে প্রশাসন নিরন্নদের মুখে অন্ন তুলে দেওয়ার আন্তরিক উদ্যোগ নিচ্ছে।

এরমাঝে প্রশাসনের পথেই অন্নপূর্ণার আরাধনায় ব্রতী কিছু সমাজকল্যাণকামী সংগঠনও।চারিদিকে আলোর রোশনাইয়ের মাঝে অন্ধকারে থাকা মানুষগুলোর খিদে মেটানোর মহত কাজে নেমেছেন তাঁরা। সেরকমই সেবার ব্রত নিতে দেখা গেল বারুইপুরের একটি সমাজসেবী সংগঠনকে।অভূক্তদের পেট ভরাতে পুজোর চারদিন তারা খাওয়ানোর ব্যবস্থা করেছে।

আত্মসম্মান বজায় রাখতে প্রতীকি অর্থ নেওয়া হচ্ছে।১টাকায় এলাহি খাওয়ার ব্যবস্থা করেছে মানবসেবী সংগঠন। মেনু হচ্ছে সপ্তমীতে মাছ- ভাত।অষ্টমীতে ফ্রায়েড রাইস-আলুর দম,নবমীতে মাংস ভাত আর দশমীতে ডবল ডিম ভাত রয়েছে। সাধারণ মানুষ একটাকার বিনিময়ে মনপসন্দ খাবার পেয়ে বেশ খুশি।সকলেই বলছেন,সম্মান বজায় রেখে  নরনায়ারণের এই সেবা সত্যিই সমাজবন্ধু ভাবনা।

Free Access