ad
ad

Breaking News

Baruipur

Baruipur: অবশেষে খুলছে বারুইপুরের সূর্যপুর সেতু- যোগাযোগে নতুন দিগন্তের সূচনা!

শনিবার সেতুর সামনে রাস্তা চওড়া করার জন্য দোকান ভাঙাও রাস্তা খোঁড়ার কাজ করেন পূর্ত দফতরের লোকজন।

Baruipur Suryapur bridge reconstruction update

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বারুইপুরের সূর্যপুর সেতু সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।শেষ পর্যায়ের কাজকর্ম চলছে জোরকদমে।শনিবার সেতুর সামনে রাস্তা চওড়া করার জন্য দোকান ভাঙাও রাস্তা খোঁড়ার কাজ করেন পূর্ত দফতরের লোকজন।বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।১৬ফুট চওড়া সেতুর ব্যয় ধরা হয়েছে ৭কোটি ৬৫লক্ষ টাকা (Baruipur)।

আরও পড়ুন: Flamengo: ক্লাব বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোদের কাছে হার ব্লুজদের, জয় বায়ার্ন, বেনফিকার

দৈর্ঘ্যে ছোটো হলেও বারুইপুর-জয়নগর রোডের উপরে সূর্যপুরে  সেতুর গুরুত্ব  যথেষ্ট রয়েছে। ছোট বড় মিলিয়ে সারা দিনে প্রচুর গাড়ি চলাচল করে।সেতুর মাঝ বরাবর ফাটল ধরায় বিপত্তি হয়। লোহার পাত দিয়ে সাময়িক ভাবে তা মেরামত  করা হয়েছিল। প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে সেতুর পূর্ণাঙ্গ সংস্কারের। আড়াই বছর ধরে এই সূর্যপুর সেতু তৈরির কাজ চলছে।মনে করা হচ্ছে,জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সেতু উদ্বোধন করা হরে পারে।পূর্ত দফতরের তরফে জানা গেছে,১৬ফুট চওড়া এই সেতুর জন্য ব্যয় করা হচ্ছে ৭কোটি ৬৫লক্ষ টাকা (Baruipur)।

Bangla Jago fb Page: https://www.facebook.com/share/193NB43TzC/

সেতুর সামনে রাস্তা চওড়া করার জন্য কিছু দোকান ভাঙা হয় ও রাস্তা খোঁড়াখুড়ি শুরু হয়েছে।এই অবস্থায় সেতু সংস্কারের কাজে প্রশাসন এগিয়ে আসায় আশায় বুক বাঁধছে মানুষ।বারুইপুর ও কুলপি সংযোগকারী এই সেতু সদা ব্যস্ত। ২০২২ সাল থেকে এই সেতু সংস্কারের কাজ শুরু হয়।মানুষের যাতায়াতের জন্য বিকল্প পথ তৈরি করা হয়েছে।আশা করা হচ্ছে, এই সেতুবন্ধন করা হলে যোগাযোগের অনেকটাই সুরাহা হবে। প্রশাসনিক স্তরে জোরদার উদ্যোগ দেখা যাচ্ছে।সাধারণ মানুষ প্রশাসনের এই কাজকে সাধুবাদ জানাচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন,যোগাযোগ বাড়লে,ব্যবসার সুবিধা হবে।দোকান বা কারবার চালাতে তাঁদের সবসময় সুরাহা হবে বলেও ব্যবসায়ী সমাজ মনে করছেন (Baruipur)।