চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: লোকেশ হালদার,বারুইপুর: দীর্ঘদিনের সমস্যা এবার বিস্ফোরণ ঘটাল বারুইপুরের (Baruipur)কল্যাণপুর-নিশ্চিন্তপুর এলাকায়। বেহাল রাস্তাঘাট, পানীয় জলের অভাব এবং দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইট না থাকার প্রতিবাদে পথ অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা।
বারুইপুর থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি, মাটি ও বস্তা ফেলে শুরু হয় অবরোধ। রাস্তায় বসে পড়েন মহিলারা। স্থানীয়দের অভিযোগ, “রাস্তাঘাটের এমন বেহাল দশা যে বর্ষাকালে হাঁটাচলা তো দূরের কথা, বাইক নিয়েও বেরোতে ভয় লাগে(Baruipur)। খানা-খন্দে ভর্তি রাস্তা অল্প বৃষ্টিতেই কাদার জমিন হয়ে যায়।”
আরও পড়ুন: Pond Filling: শতাব্দী প্রাচীন শিবের মন্দিরের পুকুর ভরাট করার অভিযোগ মন্দির কমিটির বিরুদ্ধে
তাঁদের আরও দাবি, সন্ধ্যা নামলেই গোটা এলাকা অন্ধকারে তলিয়ে যায়। বহুদিন ধরে স্ট্রিট লাইটগুলি অকেজো। প্রশাসনের তরফে বারবার আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। সবচেয়ে বড় সমস্যা পানীয় জল। বাসিন্দারা জানান, দিনে বহুবার দূরের পুকুর বা গভীর নলকূপ থেকে জল আনতে হয়। “প্রতিদিন হাঁটা হয় ১-২ কিলোমিটার। সরকারি পাইপলাইন থাকা সত্ত্বেও জল আসে না,” অভিযোগ এক গৃহবধূর।
অবরোধে বসা এক যুবক বলেন, “নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের সময় কেউ আসেন না। এবার না শুনলে বৃহত্তর আন্দোলনে যাব।” ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সব দাবি খতিয়ে দেখা হচ্ছে(Baruipur)। শীঘ্রই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial