চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: চরম অভাব আর একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি। শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর সত্তরের সন্ন্যাসী কর্মকার ও তাঁর ৬৫ বছর বয়সি স্ত্রী ঝর্না কর্মকার। জানা গেছে, ওই দম্পতির বাড়ি ডায়মন্ড হারবারে। একসময়ে সন্ন্যাসীবাবু একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করতেন। কিন্তু কোভিড – লকডাউনের সময় সেই চাকরি চলে যায়। তারপর থেকেই শুরু হয় আর্থিক দুর্দশা। সংসারে আয় না থাকায় দু’বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছিল। সেইকারণে আত্মহত্যার চেষ্টা দম্পতির ।(Baruipur)
[আরও পড়ুনঃ Manojit Mishra: আরও বিপাকে মনোজিত, উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
শনিবার সকালে তাঁরা ডায়মন্ড হারবার থেকে ট্রেনে করে বারুইপুরে আসেন। সারাদিন বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বসে কাটিয়ে দেন। সন্ধ্যায় স্টেশন লাগোয়া ভারতীয় রেলগেটের দিকে গিয়ে বিষ কিনে দু’জনে তা খেয়ে ফেলেন। এরপর আবার স্টেশনে ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে অসুস্থ হয়ে পড়েন সন্ন্যাসী ও ঝর্না দেবী। স্থানীয় কয়েকজন যাত্রী তাঁদের এই অবস্থায় দেখে বারুইপুর জিআরপি-তে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে।( Baruipur)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
বৃদ্ধ সন্ন্যাসী কর্মকার বলেন, ‘ কাজ চলে যাওয়ার অর্থকষ্টে দিন কাটছিল। বাড়িতে কেউ নেই। এই কাণ্ড করে ফেলেছি।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ন্যাসীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। (Baruipur)