চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মুর্শিদাবাদের রাণীনগরে ধরা পড়লো এক বাংলাদেশী। জানা গিয়েছে এই বাংলাদেশী নাগরিককে ধরার জন্য গত ২০২৩ থেকেই তদন্ত শুরু করেছিল। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে এখানে থাকতে শুরু করেছিল ওই ব্যক্তি। আমাদাবাদের এটিএস তদন্তে নামে এই ব্যাক্তির কার্যকলাপকে কেন্দ্র করে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময়ে ওই দুষ্কৃতী যে পরিচয় পত্র ও পাসপোর্ট পেশ করেছিলো সেই সমস্ত নথি ভুয়ো। ফলত ওই দুষ্কৃতী কী বাংলাদেশের জঙ্গী সংগঠণের সাথে যুক্ত তা নিয়ে প্রশ্ন একেবারে এড়িয়ে ফেলা যাচ্ছে না।
সোমবার এই ঘটনার তদন্তে নামে এনআইএ তাতেই জানা যায় আমেদাবাদ STS অনেকদিন থেকেই এই সন্দেহভাজনের ওপর নজর রাখছিলো উপযুক্ত প্রমাণের অভাবে সেই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে পারে নি। তবে এই ব্যাক্তি তখন এটিএস এর হাতে ধরা না দিলেও ওই ব্যাক্তির সাথে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকা ৬ জনকে গ্রেপ্তার করে। ফলত সেখান থেকেই ওই ব্যাক্তির সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ওই তদন্তকারী সংস্থা জানতে পারে ওই ব্যাক্তির আসল পরিচয় এবং সে কট্টরপন্থী সংগঠনের সাথে জড়িত।
মুর্শিদাবাদে রাণীনগরে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ জানতে পারে ওই দুষ্কৃতী রাজু শেখ বাংলাদেশের কুস্তিয়া এলাকার বাসিন্দা। তবে জাল নথি দিয়ে কিভাবে সে ভারতে প্রবেশ করলো তা নিয়ে প্রশাসনের তরফে সংবাদমাধ্যমের কাছে কিছুই জানানো হয়নি।