ad
ad

Breaking News

Baj Baj

বজ বজ সোনা দোকানে ডাকাতির কিনারা, গ্রেফতার ৫

গত ২৮ জুন দক্ষিণ শহরতলির বজবজের বুঁইতার মিঠাপুকুরে একটি সোনার দোকানে ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা

Baj Baj gold shop robbery edge, arrest 5

নিজস্ব ছবি

Bangla Jago Desk,জাহেদ মিস্ত্রী: ৬দিনের মাথায় বজবজ সোনা দোকানে ডাকাতির কিনারা গ্রেফতার পাঁচ। গত ২৮ জুন দক্ষিণ শহরতলির বজবজের বুঁইতার মিঠাপুকুরে একটি সোনার দোকানে ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। উদ্ধার  হয় লুট হওয়া সোনা, রুপোর গহনা ও নগদ ১৩ হাজার টাকা। বাজেয়াপ্ত হয় ডাকাতিতে ব্যবহৃত বাইক। 

[ আরও পড়ুন: জানালার রড কেটে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি উত্তরপাড়ায়

ওই দিন দিনেদুপুরে দুটি বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। সূর্য জুয়োলার্স নামে ওই সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। সেই ডাকাতির ঘটনায় ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা দক্ষিণ ২৪ পরগনার রামনগর ও নোদাখালি এলাকার বাসিন্দা। এই ঘটনায় গত ৩০ জুন প্রথম গ্রেফতার হয় রামনগরের বাসিন্দা বরজাহান শেখ। বরজাহানের বাড়ি থেকে ডাকাতির দিন ব্যবহৃত বাইকও উদ্ধার হয়। 

ডাকাতির মূল চক্রী মোট তিন জন। এরা হল বরজাহান, শোভরাজ কাজী ও শেখ সাদ্দাম। বাকি দুজন সেখ সাদ্দাম হোসেন ও জইদুল শেখ। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে। ধৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক ডাকাতি, খুনের চেষ্টার মামলা চলছে। অন্যদিকে জেলায় সোনার দোকানে ডাকাতি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় সাময়িক ভাবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।  পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয় এই ঘটনায় যাতে না হতে এর পরে সেই বিষয়ে তারা সেই বিষয়ে নজর রাখবে ।