ad
ad

Breaking News

Baidyabati

Baidyabati: বৈদ্যবাটিতে যুগলের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

তারা দেখতে পান, এক জন ঘরের ভিতরে এবং অন্য জন ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

baidyabati-couple-mysterious-death

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: হুগলির বৈদ্যবাটিতে এক যুগলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৈদ্যবাটি (Baidyabati) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকা থেকে বুধবার ভোররাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই ব্যক্তিকে। মৃতদের নাম মনীশ ভাদুড়ী (৩৫) ও অপর্ণা মাঝি (৩২)। স্থানীয় সূত্রে খবর, দু’জনেই দীর্ঘ তিন বছর ধরে সীতারাম বাগান এলাকায় ভাড়া থাকতেন। জানা গিয়েছে, মনীশের বাড়ি কাছেই রাজার বাগানে। তিনি একটি ঢালাই কারখানায় কর্মরত ছিলেন। অপর দিকে, অপর্ণা মাঝি পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন সকালে তাঁরা কাজে বেরিয়ে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

[আরও পড়ুনঃ Kuldeep Yadav: কুলদীপকে একাদশে না দেখে হতবাক সানি-সৌরভ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আনুমানিক তিনটে নাগাদ চিৎকারের শব্দ শুনে ছুটে যান প্রতিবেশীরা। তারা দেখতে পান, এক জন ঘরের ভিতরে এবং অন্য জন ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ দু’জনেই ছটফট করছিলেন। এরপর মনীশের রাজার বাগানে থাকা পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের মাধ্যমেই পুলিশে খবর যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি, চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছান চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস ও শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। প্রাথমিকভাবে আত্মহত্যা, পারিবারিক বিবাদ কিংবা তৃতীয় পক্ষের জড়িত থাকার সম্ভাবনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।(Baidyabati)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

পুলিশ জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা, না কি ঠান্ডা মাথায় খুন—তা এখনই বলা সম্ভব নয়। সীতারাম বাগান এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও। দু’জনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। রহস্যমৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।